Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

  সমাজসেবা অধিদফতর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে দেশে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হলেও ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের সৃষ্টি হয়। ষাটের দশকের সৃষ্টিকৃত পরিদফতরটিই আজ সমাজসেবা অধিদফতরে উন্নীত হয়েছে।

এ অধিদফতরের কার্যক্রম প্রথম দিকে ছিল শহরভিত্তিক এবং সেবামূলক। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে এ অধিদফতরের কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।১৯৪৭ সালে দেশ বিভক্তির পর তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বস্তি সমস্যাসহ নানা সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এসব সমস্যা নিরসনে জাতিসংঘের বিশেষজ্ঞদের পরামর্শে Urban Community Development Board, Dhaka-এর আওতায় ১৯৫৫ সালে শহর সমাজসেবা কার্যালয় এবং সমাজকল্যাণ পরিষদের আওতায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম গ্রহণ করা হয়। ১৯৪৩ সালের বঙ্গীয় ভবঘুরে আইন, ১৯৪৪ সালের এতিম ও বিধবা সদন আইনের আওতায় পরিচালিত ভবঘুরে কেন্দ্র (সরকারি আশ্রয় কেন্দ্র), রাষ্ট্রীয় এতিমখানা (সরকারি শিশু পরিবার) পরিচালনার দায়িত্ব ১৯৬১ সালে গ্রহণ করে সৃষ্টি হয় সমাজকল্যাণ পরিদফতর। পরবর্তীতে সমাজসেবা কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ ও বিস্তৃত্তির কারণে ১৯৭৮ সালে সরকারের একটি স্থায়ী  জাতিগঠণমূলক বিভাগ হিসেবে উন্নীত হয়ে ১৯৮৪ সালে সমাজসেবা অধিদফতর হিসেবে স্বীকৃতি লাভ করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫(ঘ) অনুচেছদের আলোকে দেশের বিভিন্ন অনগ্রসর শ্রেণির জন্য সাংবিধানিক অঙ্গীকার পূরণের লক্ষ্যে সরকারের অভিপ্রায় বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে এ অধিদফতর পথিকৃৎ হিসেবে স্বীকৃত। বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি মোকাবেলা কর্মসূচি ইত্যাদি প্রবর্তনের ক্ষেত্রে এ অধিদফতরের ভূমিকা দেশে বিদেশে ব্যাপকভাবে সমাদৃত।

বিভিন্ন কর্মসূচিকে প্রাতিষ্ঠানিক ও টেকসই মর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্বের আওতায় আনয়নের জন্য ১৯৬০ সালে The Probation of Offenders Ordinance, ১৯৬১ সালে Registration and Control Ordinance, ২০১১ সালে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন ২০১৩ সালে শিশু আইন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০০৬ সালে কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইনসহ উল্লেখযোগ্য সংখ্যক আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছে।

২।রূপকল্প (Vision) ও অভিলক্ষ্য (Mission)

                 রূপকল্প (Vision)-   সমন্বিত ও টেকসই উন্নয়ন।

                 অভিলক্ষ্য (Mission)- উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন



 ৩।স্লোগান- 

                  ১।“মুজিব বর্ষের সফলতা ,ঘরেই পাবেন সকল ভাতা।“

                 ২। “বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘুচায় দৈন্য ,আনে সুদিন”

                 ৩। শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে।

                  ৪।শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে

                  ৫।‘বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ স্বনির্ভতার সপথ নিন’

                   ৬। শেখ হাসিনার মমতা বয়স্ক দের জন্য নিয়মিত ভাতা

                   ৭।প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান

৪। জনবল ও সাংগঠনিক কাঠামো: 

   সমাজসেবা অধিদফতরের বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে একজন উপজেলা সমাজসেবা অফিসারের  নেতৃত্বে রয়েছেন  একজন সহকারি সমাজসেবা অফিসার,একজন ফিল্ড সুপারভাইজার,একজন উচ্চমান সহকারি। কর্মসূচি সুষ্ট ও সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ে ১৯ টি অনুমোদিত পদের মধ্যে নিয়োজিত রয়েছেন ১৬ জন   কর্মকর্তা ও কর্মচারী।

 


ক্রমিক

         প্দবী

পদ সংখা

কর্মরত

শুণ্য পদ

মন্তব্য

উপজেলা সমাজসেবা অফিসার


সহকারি সমাজসেবা অফিসার


ফিল্ড সুপারভাইজার


উচ্চমান সহকারি


অফিস সহকারি


ইউনিয়ন সমাজকর্মী

১০

১০


কারিগরী প্রশিক্ষক

০৩

০০

০৩


ম্যাসেঞ্জার

০১

০১

০০



       মোট

১৯

১৬

০৩


 

৫।জনবলের তথ্যচিত্র:

       শ্রেণী

        অনুমোদিত পদ

          পূরণকৃত পদ


রাজস্ব

অস্থায়ী রাজস্ব

মোট

রাজস্ব

অস্থায়ী রাজস্ব

মোট

শূন্য পদ

১ম শ্রেণীর কর্মকর্তা

 ১

 ০

  ১

 ১

  ০

 ১

২য় শ্রেণীর কর্মকর্তা

 ১

 ০

 ১

 ১

 ০

 ১

৩য় শ্রেণীর কর্মচারি

 ১৩

 ০

১৩

 ১৩

 ০

 ১৩

৪র্থ শ্রেণীর কর্মচারি

 ৪

 ১

মোট:

 ১৯

 ১৯

 ১৬

১৬


৬। উপজেলা সমাজসেবা অফিসারবৃন্দ (সাবেক ও বর্তমান)

১.

 মহাম্মদ হোসেন (অতিঃ দা)

০৪/০১/১৯৮৪

২১/০৭/১৯৯৭

২.

মোঃ আব্দুল মোতালেব মিয়া

২১/০৭/১৯৯৭

১৮/০৭/২০০০

৩.

 মোঃ হাসান হাফিজুর রহমান তালুকদার

১৮/০৭/২০০০

১৩/০৬/২০০১

৪.

শেফালী খানম

১৩/০৭/২০০১

২৪/১০/২০০১

৫.

মোঃ লুৎফার রহমান(অতি দা)

২৪/১০/২০০১

০৭/০২/২০০৭

৬.

মোঃ আলী আকবর ভুইয়া

০৭/০২/২০০৭

২২/১১/২০১০

৭.

জান্নাতুল ফেরদৌসি (অতি দা )

২১/১১/২০১০

০২/০৫/২০১২

৮.

আবু ইলিয়াস মল্লিক

০২/০৫/২০১২

০৯/০৫/২০১৮

৯.

মোঃ আরিফুর রহমান (অতি দা)

০৯/০৫/২০১৮

২৮/০৫/২০১৮

১০.

শিরিনা পারভীন

২৮/০৫/২০১৮

১৬/০৬/২০২০

১১.

মোঃ শাহাদৎ হোসেন( অতিঃ দাঃ)

১৬/০৬/২০২০

১৩/১২/২০২০

১২.

শিরিনা পারভীন

১৩/১২/২০২০

০৩/০৩/২০২১

১৩.

মোঃ শাহাদৎ হোসেন

০৩/০৩/২০২১

-





৭।কর্মকর্তা –কর্মচারিবৃন্দ

ক্র

     নাম

পদবী

রুম নং

মোবাইল

মোঃ শাহাদৎ হোসেন

উপজেলা সমাজসেবা অফিসার

২০১

০১৭৮৩৯০৩৫৯২

মদন গোপাল পাল

সহকারি সমাজসেবা অফিসার

২০৪

০১৭১৮৫৯৩২৮৮

ইসমাত আরা

ফিল্ড সুপারভাইজার

২০৩

০১৭১৬৫৩৫১৪৮

ইসতেহাদ হাসান

উচ্চমান সহকারি যুক্ত হিসাব রক্ষক

২০২

০১৬৭৪৭৬৭৩৫৮

মো: আজমীর হোসাইন

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

২০২

০১৭১৯৫৩০০১০

ফেরদৌসি বেগম

ইউনিয়ন সমাজকর্মী ,মেস্টা

২০৪

০১৭৩৫৩৮০৫৮৫

নাজমা বেগম

ইউনিয়ন সমাজকর্মী,কেন্দুয়া,রশিদপুর

২০৩

০১৭১৬৯০৮৭৩২

ফরিদা বেগম

ইউনিয়ন সমাজকর্মী ,ইটাইল

২০৪

০১৭১৬২৩২১০২

০৯

অনোয়ারা বেগম

ইউনিয়ন সমাজকর্মী,ঘোরাধাপ

২০৩

০১৭৩১০৮৩৯১১

১০

সালমা খাতুন

ইউনিয়ন সমাজকর্মী,তুলশীরচর

২০৪

০১৬৭৯৪৩১৬৩৭

১১

আফরিনা হাসনাত

ইউনিয়ন সমাজকর্মী,রানাগাছা

২০২

০১৯১১০৫৮২০৬

১২

সুমিনা বেগম

ইউনিয়ন সমাজকর্মী,নুরুন্দী,শ্রীপুর,তিতপল্লা

২০৩

০১৯১৮৯৬৭১৬৪

১৩

জুবাইদুর রহমান

ইউনিয়ন সমাজকর্মী,শরিফপুর,লক্ষিরচর

২০৩

০১৭২৪৪৮৭৫৭৩

১৪

সৈয়দ ফখরুলইসলাম
ইউনিয়ন সমাজকর্মী,শাহবাজপুর,বাশঁচড়া
২০২
০১৯১১৭০২০৯৪

১৫

মজনু মিয়া

 ইউনিয়ন সমাজকর্ম,,দিকপাইত

২০৩

০১৭৩১২৬২৩৩৮

১৬

ইমরান হোসেন

ম্যসেঞ্জার

--

০১৬৩১২৪০৯৩৯


 ০৮।উপজেলা সমাজসেবা কার্যালায়ের বিভিন্ন ক্ষুদ্রঋণ কার্যক্রম-

“বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘুচায় দৈন্য ,আনে সুদিন”স্লগানে  দারিদ্র্য নিরসন কার্যক্রম

ক্রমিক

কার্যক্রমের নাম

কার্য এলাকা

উপকারভোগী সংখ্যা

প্রপ্ত বরাদ্দ



পল্লী সমাজসেবা কার্যক্রম(পুরাতন)-RSS

১৫ ইউনিয়ন

২৮০৫ জন

৪৫৬৯৬৪০ টাকা



পল্লী সমাজসেবা কার্যক্রম(নতুন)-RSS

১৫ ইউনিয়ন

১২৩৫ জন

১০৯০০০০০ টাকা

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম-RMC

১২ ইউনিয়ন

২৮৬ জন


২৪০৫০০০ টাকা

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম

১৫ ইউনিয়ন

৩০৮ জন

১৭৮১২২৪ টাকা

৯।“মুজিব বর্ষের সফলতা ,ঘরেই পাবেন সকল ভাতা।-সামাজিক নিরাপত্তা কর্মসুচি

ক্রমিক

        কার্যক্রম

কার্য এলাকা

ভাতাভোগীর সংখ্যা

টাকার পরিমান (মাসিক)

প্রপ্তির মাধ্যম

বয়স্ক ভাতা

১৫ টি ইউনিয়ন

২৭২৪৬ জন

৫০০/-

মোবাইল ব্যাংকিং নগদ

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা

১৫ টি ইউনিয়ন

১৪৫১৭ জন

৫০০/-

মোবাইল নগদ

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

১৫ টি ইউনিয়ন

৮৬৮৪ জন

৭৫০/-

মোবাইল নগদ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

১৫ টি ইউনিয়ন

৬৪২ জন

৭৫০-১৩০০ /-

মোবাইল নগদ

হিজরাদের জন্য বিশেষ ভাতা

১৫ টি ইউনিয়ন

১০ জন

    ৬০০/-

   মোবাইল নগদ

হিজরাদের শিক্ষা উপবৃত্তি

১৫টি ইউনিয়ন

০০ জন



মোবাইল নগদ

অনগ্রসর জনগোষ্টীর জীবনমানউন্নয়নের জন্য বিশেষ ভাতা

১৫টি ইউনিয়ন

১২১ জন

৫০০/-

মোবাইল নগদ

অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়নের জন্য শিক্ষা উপবৃত্তি

১৫টি ইউনিয়ন

৬৫ জন

৫০০/-

মোবাইল নগদ

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্টির পুনর্বাসন কর্মসূচি

১৫টি ইউনিয়ন

২৬ জন

---

ব্যাংক চেক,মালামাল

 

১০।প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসুচি

ক্রমিক

কার্যক্রম

কার্যএলাকা

উপকারভোগী

মন্তব্য

প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপ কর্মসুচি

১৫ টি ইউনিয়ন

১২৩৪৬ জন

চলমান


১১।প্রান্তিক জনগোষ্টির জরীপ কার্মসুচি

ক্রমিক

কার্যক্রম

কার্যএলাকা

উপকারভোগী

মন্তব্য

প্রান্তিক জনগোষ্টির  শনাক্তকরণ জরিপ কর্মসুচি

১৫ টি ইউনিয়ন

১০২৬ জন

--


১২।শিশু সুরক্ষামুলক কার্যক্রম-

ক্রমিক

কার্যক্রম

কার্য এলাকা

সংখ্যা

উপকারভোগী

বরাদ্দ

নিবন্ধনকৃত বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট

৭ টি ইউনিয়ন

৯টি

১৯৪ জন

মাসিক মাথপিছু ২০০০ টাকা


এছাড়াও  কার্য এলাকার ছোট্মনি নিবাস, সরকারি শিশু পরিবার,দিবাকালীন শিশু যত্ন কেন্দ্রের ,শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপযোগী শিশু দের জন্য শিশু আইন -২০১৩ অনুসারে প্রবেশন অফিসারের কার্যক্রম পরিচালনা করা।

.১৩।সামাজিক অবক্ষয় প্রতিরোধে কার্যক্রমঃ দি প্রবেশন  অফ অফেন্ডার অরডিন্যান্স ১৯৬১ ভবগুরে ও  নিরাশ্রয় ব্যাক্তির (পুনর্বাসন) আইন২০১১ ,ও ১০৯৮ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন।

১৪।দুরারোগ্য রোগীদের এককালীন সহায়তাঃ  ক্যান্সার ,কিডনি ,লিভারসিরোসিস ,জন্মগত হ্রদরোগ ,স্ট্রকে প্যরালাইজড,ও থ্যালাসেমিয়া ৬ টি রোগে আক্রান্ত রোগীদের এককালীন ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়। সদর উপজেলায় এ পর্যন্ত ১২৩ জন এই সুবিধা পেয়েছেন ,যা চলমান রয়েছে।

১৫। উপজেলা সমাজকল্যাণ পরিষদ -উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে অসহায় ,দারিদ্র ছাত্র ,প্রতিবন্ধী ব্যাক্তিদের স্বল্প পরিমান আর্থিক সহায়তা দেয়া হয়।ভিক্ষুক মুক্তকরণের জন্য নিয়মিত ভিক্ষুকদের পুনর্বাসনে সহায়তা করা হয়

 

 এ অধিদফতর জাতিসংঘসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সনদ বা কনভেনশন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদ, শিশু অধিকার সনদ, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ ইত্যাদি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রথম দিকে কল্যাণকামী দৃষ্টিভঙ্গি (Welfare Approach)  নিয়ে কাজ করলেও বর্তমানে এ অধিদফতর অধিকার ও ক্ষমতায়ন দৃষ্টিভঙ্গি (Right Based and Empowerment Approach) নিয়ে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করছে।

 এ অধিদফতরের উল্লেখযোগ্য সংখ্যক উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জন্য সেবার হাত সম্প্রসারিত করছে এবং স্থাপন করছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (বেসরকারি উদ্যোগে গৃহীত প্রকল্পে সীমিত আকারে সরকারি সহায়তা) অনুপম দৃষ্টান্ত। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন দিবস ও বছর উদযাপনের মাধ্যমে এডভোকেসি কার্যক্রম পরিচালনায় এ অধিদফতরের রয়েছে স্বার্থক প্রয়াস।সমাজ দর্শন এবং উন্নয়ন কৌশলের পরিপ্রেক্ষিতে এ বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত সমাজকর্মীদের উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে সমাজসেবা ভবন উদ্বোধনলগ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ২ জানুয়ারিকে ‘জাতীয় সমাজসেবা দিবস’ ঘোষণা করেন। 



---------